ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবারণা পূর্ণিমা: সড়কে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
প্রবারণা পূর্ণিমা: সড়কে যানবাহন চলাচলে সিএমপির নির্দেশনা

চট্টগ্রাম: বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব 'প্রবারণা পূর্ণিমা' উপলক্ষে নগরের বৌদ্ধ মন্দির মোড়, ডিসি হিলের আশপাশ এলাকায় ফানুস উড়ানোসহ ধর্মীয় আচার-অর্চনা অনুষ্ঠিত হবে।  

এজন্য শনিবার (২৮ অক্টোবর) বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত নগরের কোতোয়ালী থানার নন্দনকানন চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দির মোড়, ডিসি হিল মোড়সহ আশেপাশে এলাকায় বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থী সমাগমের কারণে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বৌদ্ধ মন্দির ও ডিসি হিল অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সিএমপির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,  শনিবার (২৮ অক্টোবর) বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত নগরের চেরাগী পাহাড় মোড়, লাভ লেইন মোড় (নুর আহম্মেদ সড়কের মাথা), এনায়েতবাজার মোড়, বোস ব্রাদার্সের মোড় (পুলিশ প্লাজার সামনে) এ রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে।

ফলে এই সময়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও  বৌদ্ধ মন্দির,ডিসি হিল মোড় অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।