ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নেই হরতালের প্রভাব, বন্ধ দূরপাল্লার বাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
চট্টগ্রামে নেই হরতালের প্রভাব, বন্ধ দূরপাল্লার বাস  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ডাকা হরতালে চট্টগ্রামে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনে কর্মজীবী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

 

রোববার (২৮ অক্টোবর) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

নতুন ব্রিজ এলাকা থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে।

তবে সকাল থেকে রাস্তা ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি কম। নিত্যদিনের মতোই সড়কে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুল্যান্স, পিকআপ ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।

সিএনজি অটোরিকশা চালক খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, হরতাল হলেও আমাদের তো বের হতে হবে। গাড়ি চালিয়েই পরিবার চলে। তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি।  

নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করার মতো। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালন করছেন।

গাউসিয়া এন্টারপ্রাইজ নামের এক বাসের হেলপার বাংলানিউজকে বলেন, নতুন ব্রিজ থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে। তবে যাত্রী কম। যাত্রীদের মধ্যে বেশিরভাগ চাকরিজীবী।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বাংলানিউজকে বলেন, নিউমার্কেট থেকে হাটহাজারীর গাড়িগুলো চলছে। অভ্যন্তরীণ রুটের গাড়িও চলছে, তবে কম। এছাড়া দূরপাল্লার বাস এখনো চলছে না। কারণ অনেকদিন পর প্রথম হরতালের ডাক, তাই মানুষের মধ্যে ভীতি কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।