ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগর ছাত্রলীগের হরতালবিরোধী সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
নগর ছাত্রলীগের হরতালবিরোধী সমাবেশ ...

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের হরতাল ও পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদে নগরের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে  চট্টগ্রাম নগর ছাত্রলীগ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশ করেন তারা।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে সমাবেশ শেষে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নিউ মার্কেট হয়ে লালদিঘি মাঠে গিয়ে শেষ হয়।

 

এসময় বক্তব্য দেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, নাঈম রনি, সম্পাদকমণ্ডলীর সদস্য আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, আবদুল্লাহ আল আহাদ, কবির আহমেদ, শেখ সরফুদ্দিন সৌরভ, আল বিন নূর নাহিয়ান, সাব্বির সাকির, সাব্বির, সদস্য আরজু ইসলাম বাবু, সালাহউদ্দিন বাবু, শেখর দাশ, শুভ ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা পুলিশ সদস্যকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে জামায়াত বিএনপির সন্ত্রাস নৈরাজ্য মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।