ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আয়কর রিটার্ন বিষয়ে সরকারি কর্মকর্তাদের কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আয়কর রিটার্ন বিষয়ে সরকারি কর্মকর্তাদের কর্মশালা

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন প্রস্তুতি বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) আয়কর বিভাগ-১ এর সম্মেলন কক্ষ সাম্পানে আয়কর আইন ২০২৩ নিয়ে এ কর্মশালার আয়োজন হয়।

 

এ সময় কর্মকর্তারা আয়কর আইন ২০২৩ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। কর্মশালার সভাপতি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন তাদের প্রশ্নের জবাব দেন।

পরে তারা সেবা প্রদানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও প্রতিকার এবং সেবার মানোন্নয়নে আয়কর আইন ২০২৩ বিষয়ে কীভাবে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন।

এ সময় অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুল ইসলাম আয়কর আইন ২০২৩ বিষয়ে ধারা, উপ-ধারা সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।