ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লরির সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা, একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
লরির সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা, একজনের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরে লরির সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিমানবন্দর সড়কের একটি বেসরকারি কনটেইনার ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

কেইপিজেড ফায়ার স্টেশনের লিডার স্বপন চন্দ্র ঘোষ বাংলানিউজকে বলেন, দ্রুতগতির সিএনজি অটোরিকশায় ৪ জন যাত্রী ছিল। বিমানবন্দরের দিকে যাওয়ার সময় লরিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে লরির নিচে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।