ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরের কদমতলীতে গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ, আটক ১ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
নগরের কদমতলীতে গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ, আটক ১ 

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানার কদমতলী এলাকায় একটি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে কদমতলী এলাকার আট মার্চিং মোড়ে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।  

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী মিছিল বের করে।

এসময় আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ির কাঁচ ভাংচুর করে। এসময় টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে। পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।