ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আসামি ২২৪ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আসামি ২২৪  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবাহী লরিতে পেট্রোল বোমা ছুঁড়ে অগ্নিসংযোগের ঘটনায় ২২৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে লরির সুপারভাইজার মিনার উদ্দিন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ এবং ২০০ জনকে অজ্ঞাত আসামি করে সীতাকুণ্ড থানায় এ মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, লরি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের আটক করতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রাতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ জানায়, ছুঁড়ে মারা পেট্রোল বোমায় বুধবার বেলা সাড়ে তিনটার দিকে পুড়ে যায় লরিটি। এটি সংসদ সদস্য দিদারুল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠান দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্স (ডিএবি) এর। এ ঘটনায় লরিচালক সামান্য দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।