ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভিমরুলের কামড়ে প্রাণ গেল শ্রমিকের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
ভিমরুলের কামড়ে প্রাণ গেল শ্রমিকের  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

তার নাম রাজা মিয়া (৪০)।

তিনি ওই এলাকার এনামুল হকের ছেলে। সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
তিনি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, সকালে রাজা মিয়া প্রতিবেশী নুরু মিয়ার গাছ কাটতে যায়। এসময় অসংখ্য ভিমরুলের ফুটানো হুলে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ৩টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  

চিকিৎসকরা জানান, কতগুলো ভিমরুল একজন মানুষকে হুল ফোটালে তার মৃত্যু হবে সে কথা স্পষ্ট করে বলা যাবে না। ভিমরুল হুল ফুটানোর ফলে শরীরে ‘এনাফেলাকটিক শক’ তৈরি হয়। যার ফলে ‘অ্যালার্জিক’ প্রতিক্রিয়া হতে পারে। এই প্রতিক্রিয়ায় অনেক সময় মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।