ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়

চট্টগ্রাম: বিএনপি-জামায়েতের নৈরাজ্য, হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মুনির নগর ওয়ার্ডের আদর্শ পাড়ার মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মুন্সি পাড়ার মোড়ে গিয়ে শেষ হয়।


পরে যুবলীগ নেতা সালাউদ্দীন বাবরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. মিজানের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু ,প্রধান বক্তা চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা  রেজাউল করিম মামুন, আবদুল জব্বার জনি, এরশাদ, রানা, আসিফ, লিংকন, মিলন, সালাউদ্দিন, রায়হান, রিদয়, জনি, শোয়েব, ভিবু প্রমুখ।

এ সময় দেবাশীষ পাল দেবু বলনে, বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। তারা আবারও রাজনীতির নামে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।