ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিরোধিতা ছেড়ে নির্বাচনে এসে অস্তিত্ব বাঁচান: মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বিরোধিতা ছেড়ে নির্বাচনে এসে অস্তিত্ব বাঁচান: মেয়র রেজাউল

চট্টগ্রাম: চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, মূলত জনবিচ্ছিন্ন হওয়ায় বিএনপির সব পরিকল্পনাই মাঠে মারা যাচ্ছে। বিএনপি নেতাদের বলতে চাই এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতার মসনদে বসতে পারবেন না।

সরকারের বিরোধিতা ছেড়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব বাঁচান। নির্বাচনে আপনাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ জ্বালাও পোড়াওয়ের কারণে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে।
অন্তত নির্বাচনে আসলে নিবন্ধনটাতো বাঁচবে আপনাদের।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধের প্রতিবাদে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে রোববার (৫ নভেম্বর) লালদীঘি পাড়ে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, চসিক কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রতন আচার্য, নগর যুবলীগ নেতা নেছার আহাম্মদ, প্রতাপ দাস, বলরাম চক্রবর্তী, কাজী হেলালুদ্দিন, শামীম আজাদ, রুবেল, লিটন দাস প্রমুখ।

চাঁন্দগাও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, বিদেশিদের কথায় নাচতে নাচতে বিএনপি এখন খোঁড়ার দলে পরিণত হয়েছে। এজন্য তারা সমাবেশ ডাকলেও ব্যর্থ হচ্ছে, হরতাল ডাকলেও ব্যর্থ হচ্ছে, অবরোধ ডাকলেও ব্যর্থ হচ্ছে।  

সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।