ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আ.লীগের শান্তি সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বাঁশখালীতে আ.লীগের শান্তি সমাবেশ

চট্টগ্রাম: বাঁশখালীতে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল হয়েছে।  

রোববার (৫ নভেম্বর)  দুপুরে বাঁশখালী উপজেলা সদরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপির পক্ষে উপজেলা আওয়ামী লীগসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ হয়।

 

হরতাল বিরোধী মিছিলটি পৌরসভা প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।

দেশ যখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে তখন তারা হরতাল অবরোধসহ সন্ত্রাসী নৈরাজ্য চালাচ্ছে। তাদের হরতাল অবরোধ দেশ কিংবা মানুষের কল্যানে নয়। তারা চোরাপথে ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতাকর্মীরা বাঁশখালীতেও প্রতিহত করতে প্রস্তুত আছে। দেশের সকল দেশপ্রেমিক জনগনকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানায়।  

উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতিক, গণ্ডামারা আওয়ামী লীগ সভাপতি মাস্টার শামসুল আলম সিদ্দিকি, শীলকূপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, আওয়ামী লীগ নেতা শাহদাত ফারুক, কাথরিয়ার সাবেক চেয়ারম্যান জয়নাব আবেদিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক, সাবেক সাধারন সম্পাদক ফয়সাল জামিল সাকি, স্বদেশ দাশ, কনক দাশ, লিটন দাশ, মোহাম্মদ ফারুক, হোছন আহমদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হারুন, দেলোয়ার হোসেন, পৌরসভা কৃষক লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন, ধনঞ্জয় দেব বাবলা, ফিরোজ আহমদ,গন্ডামারা আওয়ামী লীগ নেতা হাজি মো. শরীফ, মুছা খান ও আমান উল্লাহ আমু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।