ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ...

চট্টগ্রাম: বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে নগরে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৬ নভেম্বর) সকালে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে তারা।  

এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বাংলানিউজকে বলেন, আতুরার ডিপো এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই এলাকায় একটি কাভার্ড ভ্যানও ভাঙচুর করে তারা। এ ঘটনায় অভিযান চালিয়ে ফারুক, আলমগীর ও রুবেল নামে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।