ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু এমপি বলেছেন, দেশে আবার অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। আগের মতো ফের জ্বালাও-পোড়াও শুরু করেছে।

ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। তাই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।  

বুধবার (৮ নভেম্বর) দুপুরে মুরাদপুর মোড়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে।

এর আগে সকাল থেকে নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর নির্দেশনায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক পাহারা দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মহিউদ্দিন বাচ্চু সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মুরাদপুর মোড়, দলীয় কার্যালয়, কাঠগড় মোড় ও নয়াবাজর মোড়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ নেন।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।