ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মইন উদ্দীন খান বাদলের মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
মইন উদ্দীন খান বাদলের মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রাম: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মইন উদ্দীন খান বাদলের চতুর্থ মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার (৭ নভেম্বর)  পালন করা হয়েছে।

বাংলাদেশ জাসদ এর চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার বোয়ালখালীতে তাঁর কবর প্রাঙ্গণে মোনাজাত ও স্মৃতিচারণ করা হয়।

এতে বক্তারা প্রয়াত মইন উদ্দীন খান বাদলের বীরোচিত ইতিহাস স্মরণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি ইন্দুনন্দন দত্ত, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. আবু মোহাম্মদ হাশেম, স্থায়ী কমিটির সদস্য নুরুল আলম মন্টু ও নাসিরুল হক নবাব, মহানগর সভাপতি হাজী আবু বক্কর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা শাখার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সমাজ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা সম্পাদক এস এম আখতারুল আলম, জাসদ নেতা মো. ইউসুফ, আবদুল লতিফ, ওবাইদুল হক, খোরশেদুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।