ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রমার আবৃত্তি উৎসব শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
প্রমার আবৃত্তি উৎসব শুরু

চট্টগ্রাম: প্রমা আবৃত্তি সংগঠনের তিনদিনব্যাপী বর্ষপূর্তি  আবৃত্তি উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এর উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম।

বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রেয়সী রায়ের কন্ঠে আগুনের পরশমণি গানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, নারীনেত্রী নুরজাহান খান, ইন্দো বাংলাদেশ কালচারাল সেন্টারের সভাপতি বিদ্যুৎ দেবনাথ, কবি মালেক মুস্তাকিম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য রেজিনা ওয়ালি লীনা, যুগ্ম সাধারণ সম্পাদক আযহারুল হক আজাদ, ইস্পাহানি টি এর সিনিয়র ম্যানেজার নুর নবী।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা ৩৪ বছরের পথচলায় প্রমা আবৃত্তি সংগঠন শুদ্ধ সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রমার তিনদিনের এই উৎসবে ভারতের কোলকাতা ও মেদেনীপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবৃত্তিশিল্পীরা অংশগ্রহন করবেন।

সংগঠনটি চট্টগ্রামসহ সারাদেশে তাদের যাত্রা অব্যাহত রেখে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী দিনে প্রমা আবৃত্তি সংগঠনের শিশুবিভাগের  বৃন্দ আবৃত্তি, বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ এবং ভারত থেকে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা আবৃত্তি পরিবেশ করেন।  

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পর্ব আরম্ভ হবে। বিকালে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। দ্বিতীয় দিনেও বিভিন্ন সংগঠন ও শিল্পীরা দলীয় ও একক আবৃত্তি ও গান পরিবেশন করবেন।

শেষদিন শনিবার (১১ নভেম্বর) তৃতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।