ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএর ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
সিডিএর ১০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা মোহাম্মদ ইমরান

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১০ কর্মকর্তা-কর্মচারিসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেছেন মোহাম্মদ ইমরান হাসান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অথরাইজড রিপ্রেজেন্টিটিভ বলে মামলায় উল্লেখ করেন।

গত ৮ নভেম্বর দুপুরে সিডিএ ভবনে তৃতীয় তলায় মারধরের ঘটনা ঘটলেও গত শুক্রবার (১০ নভেম্বর) থানায় মামলা করা হয়। মামলার বিষয়টি সোমবার (১৩ নভেম্বর) জানাজানি হয়।

মামলায় আসামিরা হলেন, সিডিএর অথারাইজড-২ এর সেকশন অফিসার নাছির খান (৫২), ও সাইফুল হক(৫২), অথারাইজড-১ এর সেকশন অফিসার সুবির বাবু (৪৮),সহকারি অথারাইজড অফিসার-২ মো. গিয়াস (২৪), সাইফুল হক(৫২), মো. মহিউদ্দিন (৪৮), ডিসিটিপি সহকারি মো. সোহেল (৩৬), মো. সাগর (৩০), মো.টুটুল (৩৭) এবং সহকারি অথারাইজড অফিসার-১ মো. বেলাল (৩৩) ও  জয়নাল আবেদীন (৩৮) নামে একজনের নাম উল্লেখ করা হলেও তার পদবি এজাহারে নেই।  

মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নগরের চান্দগাঁও থানার অন্তর্গত চান্দগাঁও মৌজার আর এস দাগ নং-৬৯৩৬ (অংশ), ৬৯৩৩ (অংশ), বি এস দাগ নং-১৭০৬৭ (অংশ), ১৭০৬৮ (অংশ) জায়গার ওপর অবৈধ ভবনের নির্মাণ কাজ বন্ধ করার জন্য সিডিএ বরাবরে তিনি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সিডিএ উক্ত ভবনের কাজ বন্ধ করার জন্য একটি অস্থায়ী নিষেধfজ্ঞা জারি করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা নির্মাণ কাজ বন্ধ না করায় সিডিএ নির্মিত ভবনটি অপসারণ করার জন্য চূড়ান্ত ভাবে নোটিশ জারি করেন। অভিযুক্ত ভবনের মালিক ও সিডিএর কিছু কর্মকর্তার পরস্পর যোগসাজশে ভবনটি উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে তিনি চেয়ারম্যানের পিএসহ ওই শাখার কর্মকর্তাদেরকে মোবাইল ফোনে জানানোসহ সশরীরে অফিসে উপস্থিত হয়ে একাধিকবার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। আবেদনের বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় ওই কর্মকর্তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তারই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে সচিবের সঙ্গে দেখা করেন তিনি। সচিবের রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ১০-১২ জন তাকে বেদম মারধর করে। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

মামলার বাদী মোহাম্মদ ইমরান হাসান বাংলানিউজকে বলেন, গত ৮ নভেম্বর আমাকে বিনা কারণে মারধর করা হয়েছে। সিডিএর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়ার কারণে গত মাসে দুদক সিডিএতে অভিযান চালিয়েছিল। অভিযোগের বিষয়টি অনেক কর্মকর্তা-কর্মচারী জানতো। সবাই একত্র হয়ে আমাকে মারধর করেছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।