ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরে অনুষ্ঠিত হলো ‘ভারতীয় খাবার ও চলচ্চিত্র উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
নগরে অনুষ্ঠিত হলো ‘ভারতীয় খাবার ও চলচ্চিত্র উৎসব’

চট্টগ্রাম: ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ভারতীয় খাবার ও চলচ্চিত্র উৎসব’।

শনিবার (১৮ নভেম্বর) সকালে নগরের নন্দন কাননস্থ থিয়েটার ইন্সটিটিউটে এ উৎসবের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজিব রঞ্জন।  

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অনুপম সেন ভারতের নেতৃত্বের প্রশংসা করেন এবং বিশ্ব বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন।

 

এসময় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তার বক্তব্যে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতি বিশেষ করে ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সঙ্গীত, সাহিত্য ও শিল্পের প্রতি অনুরাগ দুই দেশের মানুষকে আবদ্ধ করে রেখেছে।  

উৎসবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আয়োজন করে সদরং উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ। এছাড়া নগরের অভিজাত রেস্তোরা পেনিনসুলা, ওয়েল পার্ক, ওয়েল ফুড, বারকোড, তাভা, বনজোর এবং হান্ডি ভারতের ভেজ এবং ননভেজ উভয় ধরনের রান্না ফেস্টিভ্যালে উপস্থাপন করেন।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।