ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় ৩ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
সাতকানিয়ায় ৩ বাসে আগুন ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। বাসে কিভাবে আগুন লেগেছে তা জানতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বাংলানিউজকে বলেন, সাতকানিয়া মডেল মসজিদের একটু দক্ষিণে পুড়ে যাওয়া বাসগুলো মালিকের  নিজস্ব ডিপোতে ছিল। ওখানে পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বাংলানিউজকে বলেন, ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।