ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডার দরবার নিয়ে বিতর্কিত প্রশ্ন, শিক্ষক বরখাস্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
মাইজভাণ্ডার দরবার নিয়ে বিতর্কিত প্রশ্ন, শিক্ষক বরখাস্ত  ...

চট্টগ্রাম: মাইজভাণ্ডার দরবার শরীফ নিয়ে নবম শ্রেণির পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারী বাওয়া স্কুলের শিক্ষক আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

আবদুর রহিমের বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়িতে।

জানা গেছে, চট্টগ্রাম মহিলা সমিতি  স্কুল ও কলেজের সদ্য সম্পন্ন একটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল) বিষয়ের পরীক্ষায় প্রশ্নটি করা হয়। এতে মাইজভাণ্ডার দরবারকে বিতর্কিত করার চেষ্টা রয়েছে বলে অভিযোগ ওঠে। এই প্রশ্ন যিনি তৈরি করেছেন তাকে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়।

চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আরিফ উল হাসান চৌধুরী বাংলানিউজকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে এক সভায় ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।