ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাজেরা-তজু ডিগ্রি কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
হাজেরা-তজু ডিগ্রি কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

চট্টগ্রাম: হাজেরা-তজু ডিগ্রি কলেজে আন্তঃশ্রেণি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২২ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে  আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে তা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে তরুণ রাজনীতিবিদ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মোহা. কুতুব উদ্দীন, উপাধ্যক্ষ এস এম আইয়ুব এবং প্রাক্তন অধ্যক্ষ মোহাঃ দবির উদ্দীন খান।

অতিথিরা শান্তিরদূত পায়রা উড়িয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করে নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে আদর্শ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।  

অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।