ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নানা আনুষ্ঠানিকতায় দৃষ্টির সাক্ষাৎ সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
নানা আনুষ্ঠানিকতায় দৃষ্টির সাক্ষাৎ সভা 

চট্টগ্রাম: শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের তেরশ তম বিশেষ সাক্ষাৎ সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ও আর নিজাম রোড়স্থ সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 এতে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী।  

অনুষ্ঠানের অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ছড়াকার জিন্নাহ চৌধুরী, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, সাবেক সভাপতি কশসাফুর হক শেহজাদ।

 
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও অনুষ্ঠান সমন্বয়কারী হাসান মাহাদী, অনুষ্ঠানে আরো বক্তব্য  দেন সংগঠনেরর সিনিয়র সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সহ সভাপতি শহিদুল ইসলাম, সহ সভাপতি মুজিবুর রহমান মনি, সহ সভাপতি সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, বিতর্ক সম্পাদক হোসাইন সামী সদস্য ইতু দত্ত, মেহেবুবা কবির তিশা ও জুনায়েদ আসাদ।  

অনুষ্ঠানে বক্তারা দৃষ্টি চট্টগ্রামের ৩১ বছরের পথচলায় যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।