ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেঁয়াজের দাম বেশি, কদর বাড়ছে পাতা-ফুলকার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
পেঁয়াজের দাম বেশি, কদর বাড়ছে পাতা-ফুলকার  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ভারতীয় পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে খুচরা বাজারে। তাই কদর বাড়ছে পেঁয়াজ পাতা ও ফুলকার।

 

রিয়াজউদ্দিন বাজারে আড়তে রোববার (১০ ডিসেম্বর) প্রতি কেজি ফুলকাসহ পাতা বিক্রি হয়েছে ৩০ টাকা, খুচরায় ৫০-৬০ টাকা।  

নিউ সোনার বাংলা বাণিজ্যালয়ের ব্যবস্থাপক বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে পেঁয়াজের ফুলকাসহ পাতা আসছে।

এ জাতের বীজ লাগানো হয় পাতা বা ফুলকা বিক্রির জন্য। এক সপ্তাহ ধরে আসছে বাজারে। আজ প্রতি কেজি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। এক বস্তায় ৪০-৫০ কেজি থাকে। মহাসড়কের বিভিন্ন স্থানে ওজন স্কেল, পথখরচার কারণে সবজির দাম বেশি চট্টগ্রামে।  

রিয়াজউদ্দিন বাজারের খুচরা দোকানিরা প্রতি কেজি পেঁয়াজের ফুলকাসহ পাতা বিক্রি করছেন ৫০-৬০ টাকা। তারা বলেন, আড়ত থেকে এক বস্তা পেঁয়াজপাতা কিনতে লেবার চার্জ দিতে হয় ২০-২৫ টাকা। পচা, গলা, নষ্ট থাকে অনেক। তাই খুব বেশি লাভ হয় না।

বৌদ্ধ মন্দিরের সামনে নিয়মিত সবজি বেচেন মো. রহিম। তিনি জানান, প্রতি কেজি পেঁয়াজের ফুলকাসহ পাতা ৬০ টাকা। পেঁয়াজের দাম বেশি হওয়ায় পাতার কদর বেড়েছে।

গৃহিণী কামরুন নাহার বলেন, রাতারাতি পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করেছে। বাধ্য হয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো পেঁয়াজ পাতা কিনছি। তরকারিতে পেঁয়াজের সুবাস অন্তত মিলবে।

রিয়াজউদ্দিন বাজারের একজন খুচরা বিক্রেতা জানান, চীনা বড় লাল পেঁয়াজ ১৪০ টাকা, ভারতীয় লাল পেঁয়াজ ২০০ টাকা, সোনালি ১৮০ টাকা, দেশি ছোট পেঁয়াজ ২২০ টাকা বিক্রি হচ্ছে আজ।

খাতুনগঞ্জের আড়তে শনিবার পাইকারিতে বড় আকারের ভারতীয় পেঁয়াজ সর্বোচ্চ ১৮০ টাকা বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এ মানের পেঁয়াজ বিক্রি হয়েছিল ১১০ টাকায়।  

শনিবার পেঁয়াজের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটের ফারুক স্টোরকে ৩০ হাজার, আলিফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, খাতুনগঞ্জের বরকত ভাণ্ডারকে ২০ হাজার, এ এইস ট্রেডার্সকে ১০ হাজার, এ কে ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।