ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একে অপরের অধিকারের বিষয়ে সচেতন হতে হবে: আমিনুল হক বাবু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
একে অপরের অধিকারের বিষয়ে সচেতন হতে হবে: আমিনুল হক বাবু

চট্টগ্রাম: ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকারকর্মী ও সামাজিক সংগঠক আমিনুল হক বাবু'র উদ্যোগ মানবাধিকার কর্মীদের মতবিনিময় রোববার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।  

আন্তর্জাতিক সেবা সংস্থা জাতিসংঘ ঘোষিত 'সবার জন্যে স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ এই শ্লোগানে বিশ্বব্যাপি উদযাপিত এ দিবসে মানবাধিকার বিষয়ক আলোচনায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট সেকান্দর চৌধুরী, লায়ন নবাব হোসেন মুন্না, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, ইসকান্দর মিয়া তালুকদার, আছাদুজ্জামান খান, মোহাম্মদ জাবেদ হোসাইন, আবদুল নুর, ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী, চৌধুরী কেএনএম রিয়াদ, এমদাদ চৌধুরী, এম এ জলিল ফিজিও, জাহিদ তানছির, হাজী মো. বাবর আলী, জাহিদুল হাসান, সাইকা দোস্ত, মশিউর রহমান ইমরান,আজিজা হক পায়েল, সাজ্জাদ মাহমুদ রাসেল, এম এ জলিল, মুহাম্মদ শাহআলম, আবদুর রাজ্জাক, শামসুজ্জোহা আজাদ পলাশ, আলমগীর বাদশা, শরিফুল ইসলাম, দিদারুল আলম, মোঃ আলমগীর, রেজাউল আজিজ রেজা, নজরুল ইসলাম জয়, শিল্পী বসাক, এম. এইচ. মানিক,নাজিম উদ্দিন বেলাল সহ প্রমুখ।

 

এ সময় আমিনুল হক বাবু বলেন, মানবাধিকার প্রতিটি ধর্মে ইবাদতের অংশ। সার্বজনীন মানবাধিকারের সব ধারা সমুন্নত রাখতে আমাদের সকলেরই নিজের অবস্থানে দায়িত্ব রয়েছে।

সুতরাং তার গুরুত্ব অনুধাবন করে মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে কাজ করতে হবে। মানুষ একে অপরের অধিকারের বিষয়ে সচেতন হলেই কেবল মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।