ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কর অঞ্চলের ৪২ সেরা করদাতা

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
চট্টগ্রাম কর অঞ্চলের ৪২ সেরা করদাতা

চট্টগ্রাম: ২০২২-২৩ করবর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা জানানো হবে মঙ্গলবার (১২ ডিসেম্বর)।  

আগ্রাবাদের ওয়ার্ল্ড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

সেরা করদাতা সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রচার উপ কমিটির আহ্বায়ক উপ কর কমিশনার মো. নাজমুল আহসান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন ও বৃহৎ করদাতা ইউনিটে দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন চাক্তাইয়ের তদুল কান্তি বিশ্বাস ও লালখান বাজারের আবু মোহাম্মদ জিয়াউদ্দিন খান। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে বিএসআরএমের আলীহোসাইন আকবরআলী, আমীর আলীহোসেন ও পেডরোলো প্লাজার মোহাম্মদ নাদের খান। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির বিলকীছ আলীহোসাইন। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে পিএইচপির মো. আকতার পারভেজ।  

চট্টগ্রাম জেলায় (কর অঞ্চলে ১,২ ও ৩) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন সীতাকুণ্ডের গোপাল চন্দ্র পাল, হাটহাজারীর সোনা মিয়া সওদাগর। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের (ষষ্ঠতলা) মো. আবু সুফিয়ান মিয়া, হাটহাজারীর চারিয়ার মো. ইয়াকুব আলী ও হাটহাজারীর ফতেয়াবাদের ওমর ফারুক সিদ্দিকী। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে মীরসরাইয়ের জোরারগঞ্জের ফাহিমা ইয়াছমিন। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে সীতাকুণ্ডের মো. আয়াছ উদ্দিন।  

খাগড়াছড়িতে (কর অঞ্চল ৩) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মেসার্স  আসিফ এন্টারপ্রাইজের মো. সাহাব উদ্দিন, মেসার্স সুরধ্বনী তপোবন জুয়েলার্সের উজ্জ্বল কুমার ধর। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজের মো. নূর আলম, মেসার্স এস অনন্ত বিকাশ ত্রিপুরার এস অনন্ত বিকাশ ত্রিপুরা ও মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজের মোসাম্মৎ ফরিদা আক্তার। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে মেসার্স নবনীতা এন্টারপ্রাইজের বিউটি দেব। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে মেসার্স সাতকানিয়া স্টোরের মো. জাহাঙ্গীর আলম বাদশা।  

রাঙামাটিতে (কর অঞ্চল ৩) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন রিজার্ভ বাজারের মো. আলী আকবর ও দক্ষিণ কালিন্দীপুরের মো. মুজিবুর রহমান। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে লোকমান হোসেন তালুকদার, মো. রফিকুল আলম লিটন ও সুলতান কমর উদ্দিন । সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে তবলছড়ি রোডের গীতা দে । ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে মো. শাখাওয়াত হোসেন ।  

বান্দরবানে (কর অঞ্চল ২) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন মাহবুবুর রহমান ও আবদুল কাদের । সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে কামাল হোসেন, প্রদীপ কান্তি দাশ ও হুরে জান্নাত হুরাইন। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে পলি দাশ। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে ফরহাদ হোসেন।  

কক্সবাজারে (কর অঞ্চল ৪) দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন উখিয়ার রফিক আহমদ ও উত্তর রুমালিয়া ছড়ার মো. শাহরিয়ার হুদা। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে মেসার্স মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের দেলোয়ার হোসেন, পুরান পল্লান পাড়ার ওমর ফারুক ও ফজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। সর্বোচ্চ নারী করদাতা ক্যাটাগরিতে মেসার্স আলিফ এন্টারপ্রাইজের মোশতারী হাশেম। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে বিল্ডিং কনসালটেন্টের এম মোতাহেরুল হক।  

উপ কর কমিশনার মো. নাজমুল আহসান বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।