ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি-জামায়াতের পরিকল্পিত নৈরাজ্য রুখে দিয়েছে ছাত্রলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
বিএনপি-জামায়াতের পরিকল্পিত নৈরাজ্য রুখে দিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম নগর ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরের কে সি দে রোডস্থ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 
 
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু কন্যার বিশ্বস্ত আপনজন। দেশের প্রতিটি ক্রান্তিকালে এই সংগঠনের অবদান ইতিহাসে লিখা আছে।
আগামী সংসদ নির্বাচনে ভোটারদের ঘরে ঘরে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের বাস্তবচিত্র তুলে ধরে চট্টগ্রামে নৌকার পালে আবারও বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে ছাত্রলীগ। ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করার যে নীল নকশা করেছিলো, ছাত্রলীগ সাহসের সাথে সেটা প্রতিহত করেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলি, আ ফ ম সাইফুদ্দিন, একরামুল হক রাসেল, নাঈম রনি, নোমান চৌধুরী, মো. ওমর ফারুক ফররুখ আহাম্মেদ পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক  শওকত আলী রণি, খোরশেদ আলম মানিক, আমির হামজা, সম্পাদক মন্ডলীর সদস্য আবু তারেক রণি, ওসমান গনি বাপ্পি, মিনহাজুল আবেদিন সানি,এম এ হালিম সিকদার মিতু, আব্দুল আহাদ, আবুল মনসুর টিটু, মোহাম্মদ আলবিন নুর নাহিন, মো.  বিন ফয়সাল,শফিকুল আলম পারভেজ,মোহাম্মদ  আজমাইন অভীক, সহ সম্পাদক আব্দুল মান্নান রুবেল, মো. রেজাউল করিম রিটন, শুভ ঘোষ, নাবির আহমেদ লিটন, এম হাসান আলী, মোরশেদুর রহমান, নুরুল ইসলাম সুমন, হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।