ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
আনোয়ারায় ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ...

চট্টগ্রাম: আনোয়ারায় ছুরিকাঘাত করে এক ব্যক্তির দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় কালা বিবি দিঘির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মো. ইদ্রিস বৈরাগ ইউনিয়নের আবদুস ছালামের পুত্র।

তিনি জানান, চাতরি চৌমুহনী বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বরুমচড়া রাস্তার মাথায় এক পাওনাদারকে দুই লাখ টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন তিনি।

পিএবি সড়কের কালা বিবি দিঘীর মোড় পার হওয়ার পর অটোরিকশায় থাকা তিন ব্যক্তি তার নাকে রুমাল লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় হাতাহাতির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। পরে এক পথচারী তাকে অটোরিকশা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুনুর রশীদ জানান, ওই ব্যক্তির হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।