ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে র‌্যাগিং, ৫ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
চুয়েটে র‌্যাগিং, ৫ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ...

চট্টগ্রাম: র‍্যাগিংয়ের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

অভিযুক্ত শিক্ষার্থীরা ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ডিসেম্বর বিকেল ৪টায় শহীদ মোহাম্মদ শাহ হলের বর্ধিতাংশের একটি কক্ষে ২২ ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) কয়েক শিক্ষার্থীকে হেনস্তা করার সময় ২১ ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়।

ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. ইসলাম মিয়া কর্তৃক লিখিত অভিযোগ অনুযায়ী তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ৩ জানুয়ারি বেলা ৩টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে হাজির হয়ে এর জবাব দিতে বলা হয়েছে।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে চুয়েট প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শহীদ মোহাম্মদ শাহ হলের বর্ধিতাংশে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তার প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।