ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মির্জা মনসুরের দাফন সম্পন্ন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
মির্জা মনসুরের দাফন সম্পন্ন 

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপিএ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি  মির্জা আবু মনসুরের তিনবার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল নয়টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে।

ইমামতি করেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ মাওলানা আলাউদ্দিন মো. আবু তালেব।  জানাজার নামাজ পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, মরহুমের সহযোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,  মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক এমপি মজাহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।
 

ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে বাদ জুমা অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় ইমামতি করেন মাওলানা ইব্রাহিম কাসেমী। সেখানে বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা। নানুপুর আবু সোবহান হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মাওলানা শফি নিজামী। এসব জানাজায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য মরহুমের ভাই বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. আকবর। প্রত্যেক জানাজা শেষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পৃথকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। শেষে নানুপুরের মির্জা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।