ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় জনতার তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী সামশুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
পটিয়ায় জনতার তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী সামশুল

চট্টগ্রাম: পটিয়া উপজেলা দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে স্থানীয় জনতা ও নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের তোপের মুখে পড়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি স্বতন্ত্র ঈগল প্রার্থী সামশুল হক চৌধুরী।  

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি দুর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

পটিয়ার দক্ষিণ ভূর্ষি সবুজসঙ্গ দুর্গাবাড়ি এলাকায় নৌকার সমর্থকদের পূর্ব নিধারিত কর্মসূচি চলছিল। এ সময় সেখানে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী দলবল নিয়ে উপস্থিত হন।

ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে। উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও মারমুখী অবস্থার সৃষ্টি হলে পুলিশ এসে উত্তেজনা থামিয়ে দেয়।  

এ ব্যাপারে দক্ষিণ ভূর্ষি ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহাবুর আলম মেম্বার জানান, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে নৌকা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী গণসংযোগ ও প্রচারণা চলছিল। এমন সময় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী বহিরাগত লোকজন নিয়ে গাড়িবহরে আমাদের প্রচারণায় বাধা সৃষ্টি করে। এ সময় তাদের স্থানীয় জন সাধারণ প্রতিরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সোলাইমান নিকট জানতে চাইলে তার মোবাইর ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।