ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাস্তুহারায় নওফেলের পক্ষে গণসংযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
বাস্তুহারায় নওফেলের পক্ষে গণসংযোগ

চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে গণসংযোগ করেছেন নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ।

রোববার (২৪তারিখ) বিকেলে নতুন ব্রিজ এলাকার কর্ণফুলী তীরের বাস্তুহারার বিভিন্ন অলি-গলিতে এ গণসংযোগ করা হয়।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন, মানুষের উন্নয়নে কাজ করেছিলেন।

গতবার এমপি হিসেবে নির্বাচিত হয়ে মহিবুল হাসান চৌধুরীও বাবার পথ ধরে চট্টগ্রাম-৯ আসনের মানুষের উন্নয়নে নানান ভূমিকা পালন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম ঘিরে যে পরিকল্পনা তার ধারাবাহিকতা চট্টগ্রাম-৯ আসন তথা বাস্তহারায় ছড়িয়ে দিতে আবারো মহিবুল হাসান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে হবে।

গণসংযোগের পর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা আজমির শাহের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল চৌধুরী তানিম, রকিবুল ইসলাম সেলিম, মোরশেদ খান, মিজানুর রহমান মিজান, শাহাজাদা চৌধুরী, শাহাদাত সালাম শাওন, শোয়েব চৌধুরী বাচ্চু, নোমান চৌধুরী রাকিন, আরাফাত হোসেন, শওকত হোসেন, মাহিন নেওয়াজ, আরশাদ মিশন, মিনহাজ তালুকদার, ওবাইদুল আলম শাকিল, মুহাম্মদ আরিফ উদ্দিন, মো. হাসান রানা, পলাশ চন্দ্র দেব নাথ, মো. আলাউদ্দিন, মো. আজিজ, শেখ ইরফান, মো. ইমন, জুবায়েদ, মোকাররম, মো. সাকিব, মো. রাসেল, মানিক, আশিক, রাফি, জামিল, সামির মেহেদী, খোরশেদ, সাকিব, হৃদয়, জয় দাশ, রাফি, হামিদ, মো. শরীফ, আবির, সিয়াম, রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।