ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মতলববাজদের হাত থেকে সন্দ্বীপবাসীকে রক্ষা করতে হবে: মিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
মতলববাজদের হাত থেকে সন্দ্বীপবাসীকে রক্ষা করতে হবে: মিতা  ...

চট্টগ্রাম: নির্বাচন ঘিরে সন্দ্বীপে কিছু মতলববাজের আগমন হয়েছে এবং তাদের কাছ থেকে দ্বীপবাসীকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।  

রোববার (২৪ ডিসেম্বর) উপজেলার মগধরা ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

এমপি মিতা বলেন, সন্দ্বীপে এখন অনেক মতলববাজের আগমন হয়েছে। তাদের হাত থেকে দ্বীপবাসীকে রক্ষা করতে হবে।

আমরা বিশ্বাস করি, সন্দ্বীপবাসী তাদের উদ্দেশ্য বুঝে। কারণ আমরা দ্বীপের মানুষ। প্রতিমুহূর্ত ঘূর্ণিঝড়ের সঙ্গে সংগ্রাম করে বাঁচি। আমাদের কোনটা ভালো, কে আমাদের আপন, কে আমাদের পর- এটা আমরা খুব ভালো করে বুঝি। ২০০৮ সালের পরে আর কোনো খবর ছিল না। এখন আসলেন ২০২৪ সালে। আসার আগে আমাদের জন্য অন্তত কিছু করে আসতে পারতেন। তখন বুঝা যেত জনগণের প্রতি আপনার কত ভালোবাসা আছে।

মাহফুজুর রহমান মিতা বলেন, গত ১৫ বছরে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে, তার ঢেউ সন্দ্বীপে এসেছে। আজকে মানুষের মুখেমুখে সন্দ্বীপের উন্নয়ন। আমরা স্বপ্নেও চিন্তা করিনি, সন্দ্বীপে বিদ্যুৎ আসবে। কিন্তু প্রধানমন্ত্রীর কল্যাণে আজকে সন্দ্বীপ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। যে সন্দীপ একসময় অবহেলিত ছিল। আজকে সেটিকে আমরা সমৃদ্ধ জনপদে রূপান্তরের চেষ্টা করছি। আরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে। পুনরায় নির্বাচিত হয়ে সেগুলো শেষ করতে চাই।

তিনি বলেন, আমরা সন্দ্বীপে একটি নিরাপদ নৌ-যাতায়াতের ব্যবস্থা করতে চাই। আমাদের একটি সি-অ্যাম্বুলেন্স প্রয়োজন রয়েছে। সেটির দ্রুত ব্যবস্থা করা হবে। আসুন আমরা একসঙ্গে কাজ করি৷ আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। আমরা একত্রিত থাকতে চাই। নিরাপদ সন্দ্বীপের যে স্বপ্ন, সেটি বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এজন্য আমি আশা করব, আপনারা আগামী ৭ জানুয়ারি শান্তির পক্ষে নৌকা মার্কায় ভোট দেবেন।

মিতা বলেন, গত ১০টি বছর আপনারা আমাকে এমপি হিসেবে পেয়েছেন। অনেকে বলেছিলেন আমি ভোট নিয়ে ঢাকায় বসে থাকব। কিন্তু আমি প্রতিমুহুর্তে সন্দ্বীপের জন্য কাজ করেছি। যখন বিপদ সংকেত দেখাতে বলে তখন আমি ঢাকায় না থেকে সন্দ্বীপে চলে আসি। মানুষের পাশে থেকে সাহস যুগিয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সন্দ্বীপের মানুষের মনের কথা বুঝতে পেরেছেন। এজন্য আমাকে নৌকা প্রতীক উপহার দিয়ে পাঠিয়েছেন। অনেকেই বলেন, তারা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্বাচন করছেন। এতই যদি নির্দেশনা থাকে, তাহলে ওনারা নৌকা প্রতীক আনতে পারলেন না কেন? প্রধানমন্ত্রীর এতই প্রিয় মানুষ হলে নৌকা আনতে পারে না কেন? তাই আমিও সন্দ্বীপবাসীকে বলতে চাই স্বতন্ত্র প্রধানমন্ত্রী আছে এটা কোনোদিন শুনেছেন? প্রধানমন্ত্রী হয় দল থেকে। উনার মার্কা নৌকা। তাই আপনারাও নৌকা মার্কায় ভোট দেবেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মগধরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন বলেন, গত ১৫ বছর ধরে আমরা আপনাদের পাশে ছিলাম। শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে সন্দ্বীপে যথেষ্ট উন্নয়ন হয়েছে। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই প্রধানমন্ত্রী মাহফুজুর রহমান মিতাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকার উন্নয়ন এবং দেশরক্ষার। সেই নৌকা প্রতীকে আমরা ভোট দিয়ে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।