ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বড়দিনের উৎসবের রং চট্টগ্রামজুড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
বড়দিনের উৎসবের রং চট্টগ্রামজুড়ে

চট্টগ্রাম: যিশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে উৎসবের রং লেগেছে নগর ও জেলার খ্রিষ্টপল্লীতে। ছোট বড় সব গির্জা থেকে শুরু করে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, পেনিনসুলা চিটাগাংসহ বড় বড় হোটেল, রেস্টুরেন্ট সেজেছে ক্রিসমাস ট্রিতে বড়দিনের বিশেষ সাজে।

 

রোববার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে বাংলা ও ইংরেজিতে দুই দফা বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসবের শুরু হয় নগরের পাথরঘাটা পবিত্র জপমালা রানির গির্জায়। বড়দিনের তাৎপর্য তুলে ধরে কয়ার দলের বিশেষ পরিবেশনা ছিল গির্জায়।

প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।  

শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক বৃজেট ডায়েস বাংলানিউজকে বলেন, যিশুর জন্মদিনকে ঘিরে ঘরে ঘরে উৎসবের আমেজ। আমরা প্রায় প্রতিটি ঘরে ক্রিসমাস ট্রি সাজিয়েছি। অতিথিদের আপ্যায়নে রকমারি কেক ও পিঠা তৈরি করেছি। শান্তা শিশু-কিশোরদের চকলেটসহ বিভিন্ন ধরনের উপহার বিতরণ করছে।    

তিনি বলেন, পাথরঘাটা গির্জায় বরাবরের মতো দুই দফা খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হচ্ছে। আমরা নিজেদের আত্মশুদ্ধির পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।  

পাথরঘাটার দুইটি গির্জা ছাড়াও নগরের জামালখান, পাহাড়তলী, আনোয়ারাসহ বিভিন্ন উপজেলার গির্জাগুলোতে বড়দিনের বিশেষ প্রার্থনা হচ্ছে।  

বড়দিন উপলক্ষে গির্জা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্বরত দেখা গেছে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।