ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পোস্টার ছাপানো চলছেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
পোস্টার ছাপানো চলছেই ...

চট্টগ্রাম: জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দরজায়। ইতিমধ্যে পোস্টারে ছেয়ে গেছে নগর, গ্রাম, হাট-বাজার।

মূলত প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে ছাপাখানার ব্যস্ততা। আন্দরকিল্লায় পোস্টার, লিফলেট, ব্যানার ছাপানোর কাজ চলছে হরদম।
সেই ব্যস্ততা কমেনি এখনো।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জিএ ভবনের নিচতলার আল ফালাহ অফসেট প্রিন্টার্সে দেখা গেল সীতাকুণ্ডের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের পোস্টার ছাপানো হচ্ছে।

জানতে চাইলে প্রেসের মেশিনম্যান আবু তাহের বাংলানিউজকে জানান, প্রতি হাজার সাদাকালো পোস্টার ছাপানো হচ্ছে ২০০ টাকায়। অবশ্য ডিজাইন, প্লেট- এগুলো উনারা রেডি করে দিয়েছেন।

তিনি জানান, কুয়াশায় ভিজে ছিঁড়ে যাওয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ছিঁড়ে দেওয়ায় অনেকে পোস্টার ছাপাচ্ছেন।

দেরিতে পোস্টার ছাপানো প্রসঙ্গে ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইমরান বাংলানিউজকে বলেন, ঈগলের ডানা ভেঙে দিতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। মানুষের ভালোবাসার বলেই আমরা লড়াই করছি। মহামান্য হাইকোর্টে আপিলের রায় আমাদের অনুকূলে পেয়েছি। এরপর আমরা পোস্টার ছাপাতে দিয়েছি।

তিনি বলেন, পোস্টার প্রচারণায় আমরা হয়তো পিছিয়ে পড়ছি। কিন্তু ভোটারদের কাছে ঈগলের বার্তা নানাভাবে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি।  

মোহাম্মদ ইমরান ছাড়াও জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের পোস্টার, লিফলেট ও ব্যানার মুদ্রণের কাজ চলছে আন্দরকিল্লায়।

নির্বাচনে জমজমাট কাগজ, কালি, প্লেট, ডিজাইনের দোকানগুলো। ব্যস্ততা দেখা গেছে কিছু লেমিনেশন হাউসেও।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।