ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
বোয়ালখালীতে আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

নূর বেগম (৬৫) নামের ওই বৃদ্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মোবারক আলী বাড়ির নুরুল আলমের স্ত্রী।

তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জননী।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

বৃদ্ধার ছেলে নুরুল আবছার জানান, গত ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোসলের পর রান্না ঘরের চুলায় আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে নূর বেগম দগ্ধ হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।