ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বই পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
বই পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: রোববার সকাল সাড়ে সাতটা। নগরের বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

স্কুলে হাজির ইফতিয়ার ও আব্দুল্লাহ। দুজনই অষ্টম শ্রেণির ছাত্র।
শীতের সকালে আগেভাগে স্কুলে চলে আসার কারণ একটাই। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতেছে তারা।  

বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি) নগরের বিভিন্ন স্কুলে নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। বই পেয়ে সবকিছু উল্টেপাল্টে দেখছে বন্ধুরা মিলে। শিশুদের হাতে নতুন বই দেখে আনন্দিত অভিভাবকেরা। সন্তানদের মতো নতুন বইয়ের আনন্দ তাদের ছুঁয়ে গেছে।

আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, নতুন বই হাতে পেয়েছি। বই খুলতেই নতুন সব ছবি। নতুন বইয়ের ঘ্রাণ, নতুন লেখা। খুব ভালো লাগছে।

নগরের হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কাট্টলি জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়, হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ষোলোশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সব শ্রেণির শিক্ষার্থীর বই পেয়েছে।  

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহেদা আক্তার বাংলানিউজকে বলেন, সবাই বই পেয়েছে। কেউ খালি হাতে যায়নি। বই পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা।

এ বছর নতুন শিক্ষাবর্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চট্টগ্রাম জেলায় ৪৭ লাখ ৫২ হাজার পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ বই চলে আসে। এ পর্যন্ত ২৪ লাখ বই এসেছে। চট্টগ্রামে ২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪ হাজার ৫৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১ লাখের বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ৩টি বই, তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ৬টি বই রয়েছে। এসব শিক্ষার্থীকে ৪৪ লাখ ৪৮ হাজার ৫৯০টি বই দেওয়া হচ্ছে।

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ে ৩ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। বাংলা ও ইংরেজি মাধ্যমের পাশাপাশি সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসার এসব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে। নতুন কারিকুলামের আওতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে অভিন্ন দশটি বই পড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।