ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
রাঙ্গুনিয়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় গাছ বোঝাই চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় আবদুল কুদ্দুস (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল কুদ্দুস (৪০) ওই এলাকার চুন্নুর টেক গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, একটি চান্দের গাড়ির ধাক্কায় আবদুল কুদ্দুস নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

আমরা ঘটনাটি আমরা জানার আগেই ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়ে গেছে। স্থানায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দুটি চাঁদের গাড়ি দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে কুদ্দুস গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।