ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাস সংকট ও ভোগান্তি নিরসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চেম্বারের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
গ্যাস সংকট ও ভোগান্তি নিরসনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে চেম্বারের চিঠি

চট্টগ্রাম: বৃহত্তর চট্টগ্রামের শিল্প ও আবাসিক খাতে চলমান গ্যাস সংকট ও গ্রাহক ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।  

বুধবার (৩ জানুয়ারি) প্রতিমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি এ আহবান জানান।

 

চিঠিতে বলা হয়েছে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় ৪০০-৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও আমরা এর বিপরীতে মাত্র ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগান পেয়ে আসছি। এ গ্যাসের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস কেবল ২টি সার কারখানা ও ১টি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে।

বাকি গ্যাস নগরের বিপুল সংখ্যক আবাসিক গ্রাহক, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে বিভিন্ন কৌশলগত পদ্ধতি অবলম্বন করে বণ্টন করা হচ্ছে। এতে করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে শিল্প কারখানা ও বিশাল জনগোষ্ঠী সম্বলিত আবাসিক খাত মারাত্মক গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছে।  

সম্প্রতি চট্টগ্রামে সরবরাহকৃত ২৮০ মিলিয়ন ঘনফুট থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মেঘনা ঘাটে বেসরকারি বিদ্যুৎ খাতে দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। এমন সময়ে যদি আরো ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস অন্য একটি অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেওয়া হয় তাহলে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামবাসীর চলমান এ ভোগান্তি আরো তীব্র আকার ধারণ করবে এবং চট্টগ্রাম অঞ্চলের সর্বস্তরের ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে চরম অসন্তোষ, হতাশা ও নেতিবাচক প্রভাব তৈরি করবে।  

বৃহত্তর চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পায়নের প্রধান নিয়ামক নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণসহ জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি।     

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।