ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোটাররা নীতি ও আদর্শহীন মানুষের বিরুদ্ধে রায় দেবে: ফরিদ মাহমুদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ভোটাররা নীতি ও আদর্শহীন মানুষের বিরুদ্ধে রায় দেবে: ফরিদ মাহমুদ 

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ বলেছেন, ভোটাররা নীতিহীন ও আদর্শহীন মানুষের বিরুদ্ধে রায় দেবে। যারা চেয়ারের জন্য বার বার নীতি বদল করে জনগণ তাদেরকে চিনে ফেলেছে।

পাহাড়তলী ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা, খাওয়ার পানির সংকট,পয়ঃনিস্কাশন ব্যবস্থার সমস্যাগুলো নিরসন করার জন্যে কাজ করা হবে।

বুধবার (৩ জানুয়ারি) ১৪নং পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগ চলাকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি এলাকার কয়েকটি মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। শেষে তিনি সর্দার বাহাদুর নগর,ঝাউতলা বাজার,টিকেট বিল্ডিং,বিহারী কলোনী,ওয়ারলেস,ঝিলের পাড়,পাহাড়তলী কলেজ সংলগ্ন,জালালাবাদ এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আশরাফুল গনি, তানভিরুল হক টিটু, শওকত হোসেন, জাকির হোসেন রিপন, রানা নাসির, দেলোয়ার হোসেন দেলু, নাজমুল হাসান রুমি, ইমতিয়াজ হোসেন, রফিকুল ইসলাম, আসাদ হোসেন, মাহফুজুল হক লিটন, অঙ্কন মহাজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।