ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তরুণ প্রজন্মের রায় স্মার্ট বাংলাদেশের পক্ষে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
তরুণ প্রজন্মের রায় স্মার্ট বাংলাদেশের পক্ষে হবে

চট্টগ্রাম: চট্টগ্রাম ৯ (কোতোয়ালি,  চকবাজার ও বাকলিয়া) আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে মিছিল করেছে মহসিন কলেজ ছাত্রলীগ।  

বুধবার(৩ জানুয়ারি) দুপুরে মহসিন কলেজ ছাত্রলীগের মুহাম্মদ আনোয়ার হোসেন পলাশের নেতৃত্বে কলেজ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি কোতোয়ালীর বিভিন্ন এলাকা ঘুরে কেসি দে রোডে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়।

এতে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।  

সমাবেশে ফয়সাল মাহমুদ বলেন, "আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে হতে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের রায় স্মার্ট বাংলাদেশের পক্ষে হবে,দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তরুণ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ।  ইনশাআল্লাহ ৭তারিখ নৌকার ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করবো। " 

আনোয়ার পলাশ বলেন, 'বাংলাদেশের উন্নয়নযাত্রা পুঁজিবাদীদের কুনজরে পড়েছে। তারা আমাদের দাবিয়ে রাখতে চায়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের উন্নত বাংলাদেশ চাই নাকি পুঁজিবাদী বিশ্বের হাতের পুতুল হয়ে থাকতে চাই। এই বিষয়ে সাধারণ মানুষকে জাগিয়ে তোলার জন্য তরুণ শিক্ষত সমাজকে দায়িত্ব নিতে হবে। এইটা আদের অস্তিত্বের প্রশ্ন, অগ্রগতি ধরে রাখার প্রশ্ন। ' 

মিছিলে আরও উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন সোহেল, সুমন শাহারিয়ার, ইফতেখার রানা, রকিবুল শাহ রাকিব, সাজিদ সিয়াম, মিনহাজুল আবেদিন, রিয়াজ চৌধুরী,  নাজিম উদ্দিন,  শিমলা দত্ত তন্বী, রাবেয়া বসরী লিজা, লায়লা সিকদার লিপি, আনিকা সুলতানা, তুসমিতা আক্তার, এইচ এম জাহিদ, সরোয়ার জামান, কায়সার হামিদ, জোবায়ের ইসলাম, তারিবুন চৌধুরী, মঞ্জুর মোর্শেদ এনি, সাবিদ হাসান, শরিফুল আহাদ, নুর আলম সাকিব, রেজুয়ান মিনহাজ, শিমুল দাশ, মারুফ হোসেন, শেখ আবদুল আজিজ, তয়ন বড়ুয়া, আক্তার আহমেদ রাব্বী, মোহাম্মদ মুনতাসিম, আজবিউল ইসলাম শিহাব, নকিব বিন নোমান, মীর তানভির, মাহাতিম সাকিব, মোহাম্মদ লিমন, সিফাত, অমিত, শাহারিয়ার শুভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।