ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একে একে নিভিছে দেউটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
একে একে নিভিছে দেউটি মো. রেজাউল করিম

চট্টগ্রাম: প্রথমে বাবা, তারপর মায়ের মৃত্যু। যাদের সুখের জন্য ছিলেন প্রবাসে, তারাই নেই।

সেই শোক সহ্য করতে না পেরে অতঃপর সন্তানও গেলেন না ফেরার দেশে।

রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এভাবেই একে একে নিভিছে তিনটি দেউটি (প্রদীপ)।

জানা গেছে, প্রায় তিন মাস আগে আবুধাবি থেকে দেশে ফিরেন মো. রেজাউল করিম (৪৩)। এর কয়েকদিন পর বাবা আবুল হাশেমের মৃত্যু হয়। এরপর বুধবার (৩ জানুয়ারি) বিকেলে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মা লায়লা বেগমকে (৭০) নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

মাকে হারিয়ে শোকাহত ছেলে রেজাউল বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনরা। রেজাউল দুই কন্যার জনক।

মরিয়মনগর ইউপি সদস্য মো. ইসমাইল জানান, বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) মা ও ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।