ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়া-লোহাগাড়ায় অবকাঠামো উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
সাতকানিয়া-লোহাগাড়ায় অবকাঠামো উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে 

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন ও উন্নত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে স্মার্ট সাতকানিয়া-লোহাগাড়া গড়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান তৈরি করে ইন্ডাস্ট্রিয়াল জোন গঠন করা হবে। পাশাপাশি কারিগরি কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেশ ও বিদেশে বিভিন্ন কারখানায় চাকুরী উপযোগী দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে ঈগল প্রতীকের সমর্থনে আয়োজিত সমাপনী নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।  

জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই উল্লেখ করে এম এ মোতালেব বলেন, আমার ব্যবসা-বাণিজ্য ছেলেরা দেখে।

সৃষ্টিকর্তা আমাকে সবকিছু দিয়েছেন। আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নেই। এখন মৃত্যুর আগ পর্যন্ত আমার এলাকার গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাই আগামী ৭ জানুয়ারী আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে মাদক, সন্ত্রাস ও দখলবাজসহ সকল অপকর্ম বন্ধ করে এলাকায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিব।  

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় জনসভায়  অন্যদের মধ্যে বক্তব্য দেন মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও  সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের,  দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া উপজেলা অংশের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী খোকন, শহিদুল কবির সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসাইন কবির, মোহাম্মদ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিক, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাসির উদ্দিন মিন্টু, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা বেগম, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, এওচিয়া ইউপি চেয়ারম্যান আবু ছালেহ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, পদুয়ার সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, পুটিবিলার সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, চরম্বার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাদাত উল্লাহ, জেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জামিল উদ্দিন,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাইফুল ইসলাম সুমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।