ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পিকআপে আগুন, মীরসরাইয়ে সড়কে লোহার অ্যাঙ্গেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
সীতাকুণ্ডে পিকআপে আগুন, মীরসরাইয়ে সড়কে লোহার অ্যাঙ্গেল ...

চট্টগ্রাম: বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে পণ্যবাহী পিকআপ ভ্যানের গতিরোধ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, পিকআপ ভ্যানে থাকা পণ্যভর্তি ড্রাম পুড়ে গেছে। আগুনে লক্ষাধিক টাকার পণ্য পুড়ে গেছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হরতালে গাড়ি চলাচলে বাধা সৃষ্টির লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে লোহার অ্যাঙ্গেল ফেলে যায় দুর্বৃত্তরা। মহাসড়কের মন্তাননগর ফিলিং স্টেশন ও কলঘর এলাকায় এসব লোহার পাত পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার রাতে চলাচলরত বেশ কিছু গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ার দুর্ভোগে পড়ের চালক ও যাত্রীরা।

মীরসরাই সার্কেল এসপি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।