ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় আবারও নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
পটিয়ায় আবারও নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন ...

চট্টগ্রাম: পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আগুন দিয়েছে।  

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলান্ধা গরীব আলী শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

এলাকার লোকজন ঘটনাস্থলে গেলে দুষ্কৃতকারীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে এলাকা ত্যাগ করে।

কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ নূর জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর অনুসারী শামসুল ইসলাম চেয়ারম্যান, বদিউল আলম তুষার, শুক্কুর, ইকবাল আহমদের নেতৃত্বে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।

আগুনে বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে।

এ ব্যাপারে থানা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বশিরুল আলম বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।