ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চলে গেলেন চবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা বানু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
চলে গেলেন চবির পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা বানু

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক-গবেষক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক হামিদা বানু মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান।

তিনি বাংলানিউজকে বলেন, অধ্যাপক হামিদা বানু চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন।

তাঁর প্রথম নামাজে জানাযা বাদ এশা উত্তরা সেক্টর ৪ এ এবং দ্বিতীয় জানাযা আগামীকাল সকাল ৮ টায় ঘোড়াশাল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে ঘোড়াশাল পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক হামিদা বানু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।