ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোট উৎসবে মেতেছে রাউজানের মানুষ

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট উৎসবে মেতেছে রাউজানের মানুষ ...

চট্টগ্রাম: হুইল চেয়ারে বসা রোগী, প্রবাসী, চাকরিজীবী, ছাত্র, গৃহিণীসহ নানা বয়সী মানুষের মিলনমেলা যেন একেকটি কেন্দ্র। ভোর থেকে ভোটারের দীর্ঘ লাইন।

ভোটের কালি লাগানো আঙুল উঁচিয়ে বিজয়ীর বেশে বের হচ্ছেন তরুণরা।

রাউজানের ভোটের চিত্র এটি।

প্রায় প্রতিটি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশ। নৌকা প্রতীকের এবিএম ফজলে করিম চৌধুরীর পোস্টার, ব্যানার, কর্মী-সমর্থক বেশি।  

রাউজানের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন ১০ বন্ধু। তাদের একজন আবু জাফর। তিনি বাংলানিউজকে বলেন, ১৯৯২ সালের এসএসসি ব্যাচ আমরা। ভোট দিতে সবাই একসঙ্গে হয়েছি। খুব ভালো লাগছে।  

৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বাংলানিউজকে বলেন, আমাদের ইউনিয়নের সব কেন্দ্রে দুপুর পর্যন্ত ৪০ শতাংশ ভোটার এসেছেন। বাকি ভোটারদের কেন্দ্রে আসতে খবর দেওয়া হচ্ছে, রিকশা পাঠানো হচ্ছে। আশাকরি এবার রেকর্ড ভোটার আসবেন।

নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর পিএস সুমন দে বাংলানিউজকে বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উত্তর ও দক্ষিণ রাউজানের অর্ধশতাধিক কেন্দ্র পরিদর্শন করেছি। নারী পুরুষ, তরুণ, বৃদ্ধ নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইন দেখেছি। নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। যেখানে নৌকার প্রার্থী নামছেন সেখানে জনসমুদ্র হয়ে যাচ্ছে। আশাকরি আমাদের প্রার্থী জয়ী হবেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।