ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র মুজিব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বাঁশখালীতে বিপুল ভোটে জয়ী স্বতন্ত্র মুজিব

চট্টগ্রাম: বাঁশখালী আসন (চট্টগ্রাম-১৬) বিপুল ভোটে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান।

তিনি এই আসন থেকে ৫৭ হাজার ৪৯৯ হাজার পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ কবির লিটন (ট্রাক) পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।  

এ ছাড়া বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী (মোমবাতি) ১ হাজার ১২৫, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৫০৩ ভোট।

মোট কেন্দ্র সংখ্যা ১১৪টি। এ আসনে ৩৬ হাজার ৯৬৮ ভোট বাতিল করা হয়।

রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০ টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এর আগে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমআই/এমআর/বিই/এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।