ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সনির জয়ে আনন্দের বন্যা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ফটিকছড়িতে সনির জয়ে আনন্দের বন্যা

চট্টগ্রাম: নগর ও জেলা মিলে ১৬ আসনে একমাত্র নারী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন খাদিজাতুল আনোয়ার সনি। নিজ দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক দলের নানা মেরুকরণসহ নির্বাচনী নানা কৌশল, ষড়যন্ত্র, চাপের মুখেও নতি স্বীকার না করেই ব্যাপক গণসংযোগ করেন তিনি।

 

ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট চেয়ে ধন্না দেন। তুলে ধরেন নিজের রাজনৈতিক পরিবারের বিশেষ করে বাবা রফিকুল আনোয়ারের নানা সমাজসেবার কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার করুণ আর্তি। অবশেষে ভোটারদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।   

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪২ কেন্দ্রে খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (তরমুজ) পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট। সৈয়দ সাইফুদ্দিন আহমদ (একতারা) পেয়েছেন ৩ হাজার ১৫১ ভোট।  

সনির জয়ে আনন্দের বন্যা বইছে ফটিকছড়িতে। দলমত নির্বিশেষে অভিনন্দন জানাচ্ছেন তাকে।   

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমআই/বিই/এমআর/এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।