ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জমির টপ সয়েল কেটে নেওয়ায় দুইজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
জমির টপ সয়েল কেটে নেওয়ায় দুইজনকে জরিমানা

চট্টগ্রাম: কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগে সাতকানিয়ায় দুই জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৩ জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, , আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, কৃষির জন্য উপকারী জমির টপ সয়েল কেটে নিয়ে বিক্রি করছিল কিছু অসাধু ব্যবসায়ী। খবর ঘটনাস্থলে গিয়ে রেজাউল করিম (৩৫) নামে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা এবং মো. আরমান (২৩) নামে আরেকজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।