ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘন কুয়াশায় টানেলের সড়ক বিভাজনে মাইক্রোবাস, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
ঘন কুয়াশায় টানেলের সড়ক বিভাজনে মাইক্রোবাস, আহত ২

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মোহাম্মদ রুবেল (৩০) ও মোহাম্মদ ফরহাদ (২৮) নামে দুই যুবক আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে। দুই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উপমা বাংলানিউজকে বলেন, দুই যুবককে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে ধাক্কা দেয়। এতে মাইক্রোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ সেটি সরিয়ে নেয়।

আনোয়ারা থানার পরিদর্শক তদন্ত মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্তের কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।