ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১২ কচ্ছপসহ দুই বিক্রেতা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
১২ কচ্ছপসহ দুই বিক্রেতা আটক 

চট্টগ্রাম: ১২টি কচ্ছপসহ দুইজন বিক্রেতাকে আটক করেছে বনবিভাগের একটি দল। উদ্ধার কচ্ছপগুলো 'সুন্দি' প্রজাতির।

স্থানীয়ভাবে এগুলো চিতা কাছিম নামে পরিচিত।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে নগরের আসকারদীঘির পশ্চিম পাড়ের প্যারাগন হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুজন হলেন, কক্সবাজারের মহেশখালী এলাকার আদেশ বড়ুয়া (৫৫), একই এলাকার রিপু বড়ুয়া (৩৭)।

বন্য প্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) এবং ৪১ ধারা অনুযায়ী মামলা করেছে বনবিভাগ।

বনপ্রাণী বিভাগ চট্টগ্রামের সদর রেঞ্জার মোহাম্মদ ইসমাইল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে বনবিভাগের দুইজন কচ্ছপ কিনতে যান। পরে ওই চক্রের একজন সদস্য বুধবার কচ্ছপ সরবরাহ করা যাবে বলে জানান। বুধবার সেখানে গেলে তারা কচ্ছপগুলো সরবরাহ করে। এরপর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

রেঞ্জার বলেন, মামলা দায়েরের পর আটকদের আদালতে পাঠানো হয়েছে। কচ্ছপগুলো নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।